ধুলোয় অতিষ্ঠ কুবি শিক্ষার্থীরা, সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৬ PM
কুবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

কুবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পার্শ্ববর্তী রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার দাবিতে রাস্তা অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে গাছ দিয়ে রাস্তা অবরোধ করে রাখেন কুবি শিক্ষার্থীরা।

এসময় তারা রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থীদের অবরোধে একাত্মতা পোষণ করেছেন সালমানপুর এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী রাস্তা সংস্কারের কাজ শুরু হয় গত বছরের আগস্ট মাস থেকে। কর্তৃপক্ষের দায়সারা কার্যক্রমের কারণে খোড়াখুড়ির মাঝেই সীমাবদ্ধ থাকে এ রাস্তা সংস্কার কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় পিকনিক স্পট থাকায় সবসময়ই চলাচল করে ভারী পরিবহন। ফলে রাস্তার ধুলোবালির কারণে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীরা। আশেপাশের মেস এবং আবাসিক হলের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই ক্যাম্পাসে যাতায়াত করেন। এছাড়াও রাস্তার আশেপাশে রয়েছে খাবারের হোটেল ও মুদির দোকান, যা ধুলোবালির কারণে অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত হচ্ছে।

আরও পড়ুন: ৪১ হাজার আসন শূণ্য, তবুও তৃতীয় স্লিপ দিচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ইমাম হোসেন মাসুম বলেন, রাস্তা মেরামত করার নামে পুরো রাস্তাটাকে খুড়ে বেহাল অবস্থা করেছে কর্তৃপক্ষ যার দরুন ধুলোবালির আখড়া হয়ে পড়ে এই রাস্তা। শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে সমস্যা হচ্ছে। আমরা চাই, এর একটা সমাধান হোক। একটা সমাধান না হওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে যাব।

হাজী তোতা মিয়া নামে এক এলাকাবাসী বলেন, রাস্তায় ধুলোবালির কারণে আমাদের চলাফেরা করতে কষ্ট হয়৷ অন্য জায়গা থেকে মানুষ আসে তাদের কাছে আমাদের গ্রামের সুনাম নষ্ট হয়৷ যতদ্রুত সম্ভব ঠিকাদাররা যেন রাস্তার কাজ শেষ করে আমাদেরকে ভোগান্তি থেকে মুক্তি দেয়৷

প্রক্টর ড. কাজী মোঃ কামাল উদ্দীন বলেন, এই রাস্তা আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ না। তাই চাইলেও আমরা সহজে কিছু করতে পারবো না। এখন আমরা উপাচার্য স্যারের সাথে কথা বলে উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ-আলোচনা করে দ্রুত শিক্ষার্থীদের এই  সমস্যা সমাধানের চেষ্টা করব।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমি বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়কে জানাবো, তিনি যে ব্যবস্থা নেন সেটাই হবে।

ট্যাগ: কুবি
আরও ৩২ আসন চায় জামায়াত, এনসিপিসহ বাকি ৯ দল কয়টি?
  • ২০ জানুয়ারি ২০২৬
বিদেশ থেকে ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট
  • ২০ জানুয়ারি ২০২৬
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ
  • ২০ জানুয়ারি ২০২৬
ভুয়া সনদ ও প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
  • ২০ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘ…
  • ২০ জানুয়ারি ২০২৬
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9