আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

ববিতে পুরুষ দলে চ্যাম্পিয়ন ইংরেজি, প্রমিলা দলে পদার্থ

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট  © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরুষ দলে চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ ও প্রমিলা দলে চ্যাম্পিয়ন হয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগ।বুধবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে পুরুষ এককে ইংরেজি বিভাগের মুখোমুখি হয় লোকপ্রশাসন বিভাগ ৷

প্রবল উত্তেজনাময় ফাইনালে প্রথম অর্ধ গোল শূন্য হয়ে ছিল, দ্বিতীয় আর্ধে শুরুতেই ইংরেজী বিভাগ গোল করে ১-০ এতে এগিয়ে যায়। বাকি সময়ে আর গোল না হলে শিরোপা নিশ্চিত করে ইংরেজি বিভাগ।

আরও পড়ুন: ববিতে ভর্তি হয়েছে ৩২০ জন, আসন খালি ১১২০টি

এর আগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ছাত্রীদের খেলায় চ্যাম্পিয়ন হয় পদার্থবিজ্ঞান বিভাগ। ফাইনাল ম্যাচে মার্কেটিং বিভাগের মুখোমুখি হয় পদার্থবিজ্ঞান বিভাগ। খেলাটি গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে ৪-৩ গোলে পদার্থবিজ্ঞান বিভাগ জয়লাভ করে৷

খেলাটি মাঠে বসে উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। খেলা শেষে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম চলমান থাকবে এবং সহশিক্ষা কার্যক্রম এর পাশাপাশি শিক্ষা ও গবেষণার মাধ্যমে ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ভাবে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: ববিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক রিফাত মাহমুদসহ বিভিন্ন হলের প্রভোস্ট, চেয়ারম্যানবৃন্দরা।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে এ পর্যন্ত তিনবার শিরোপা লাভ করেন ইংরেজি বিভাগ৷ পদার্থ বিজ্ঞান বিভাগ টানা চারবার শিরোপা লাভ করেন৷ এবং মার্কেটিং বিভাগ টানা চার বার রানারআপ হয়৷


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence