ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব © টিডিসি ফটো
শেরপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে স্লোগান দেওয়ায় প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে শেরপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত শেরপুর-১ আসনের বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাকিব বলেন, 'শেরপুরে সংঘর্ষের রেশ ধরে কেন আমার বিএনপির শীর্ষ নেতার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্লোগান দেওয়া হচ্ছে?' তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'আমি সতর্ক করে দিচ্ছি, আমরা যদি একই প্রতিক্রিয়া দেখাই, তাহলে ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে যাবে।'
রাকিব আরও অভিযোগ করেন, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) হিসেবে জামায়াতপন্থী শিক্ষকরা নিয়োগ পেয়েছেন। তিনি বলেন,
'তাদের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে ছাত্রশিবিরের কর্মী-সাথী ছাড়া বাইরের লোকজন নেই। এমনকি বড় বড় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধানদের মধ্যেও জামায়াতের লোক রয়েছে।'
জনসভায় জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোঃ হযরত আলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী (বাবু), সাধারণ সম্পাদক মোঃ নাঈম হাসান উজ্জ্বল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাকিব শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সচেতনতা বজায় রাখার আহ্বান জানান।