ইবি ছাত্রের বিরুদ্ধে ৭৩ ছাত্রীকে সাইবার বুলিংয়ের অভিযোগ

২১ আগস্ট ২০২১, ০৬:২৩ PM
মিজান বিশ্বাস

মিজান বিশ্বাস © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগকর্মী মিজান বিশ্বাসের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে তিনি একটি ফেসবুক পেজে আপত্তিকর ক্যাপশন জুড়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করেন।

এতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা এবং সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শাস্তির দাবি করেছেন। এছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজিতা আবৃত্তি নামের এক শিক্ষার্থী শাস্তি চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, ‘Crush & Confession, Islamic University, Bangladesh’ নামে একটি ফেসবুক পেজে আপত্তিকর ক্যাপশন জুড়ে ৭৩ জন ছাত্রীর ছবি প্রকাশ করা হয়। এতে ক্যাপশনে লেখা ছিল ‘ইবি কাঁপানো সকল সুন্দরী একসাথে, ইমো নাম্বার পেতে লাভ রিয়েক্ট দিয়ে সঙ্গেই থাকুন।’ এরপর শিক্ষার্থীরা কমেন্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে আনুমানিক ১২টার দিকে পেজটি থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। একই সাথে দুঃখ প্রকাশ করে পুনরায় পেজটিতে পোস্ট করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক ছাত্রী বলেন, ‘এমন কুরুচিপূর্ণ কাজ নিচু মানসিকতার মানুষরা ছাড়া এ ধরনের কাজ কেউ করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এদের কারণেই অনিরাপদ। এই পোস্ট যে করেছে তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।’

এ বিষয়ে জানতে চাইলে তিনি ছবি প্রকাশকারী মিজান বিশ্বাস বলেন, মজার ছলে তারা পোস্ট করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। আইসিটি সেলের সাথে বসবো। পরিচয় পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আমি আইসিটি সেলকে নির্দেশ দিয়েছি অভিযুক্তকে খুঁজে বের করতে। কে বা কারা এর সাথে জড়িত খুঁজে পেলে আমরা কঠোর পদক্ষেপ নেবো। তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬