ইবির পরীক্ষা সশরীরে নাকি অনলাইনে, সিদ্ধান্ত ১৯ জুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৭:৩৮ PM , আপডেট: ১৩ জুন ২০২১, ০৭:৪৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আগামী শনিবার (১৯ জুন)। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২০তম সভায় পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সশরীরে নাকি অনলাইনে হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত শুক্রবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন এবং সশরীরে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয়।
নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করুক না কেন তা অবশ্যই সিনেট কিংবা একাডেমিক কাউন্সিলে পাস হতে হবে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় সশরীরে ও অনলাইনে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।
পড়ুন: ইবিতে প্রাতিষ্ঠানিক ই-মেইলের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি
এরই পরিপ্রেক্ষিতে পরীক্ষা কীভাবে নিলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে তার মতামত চেয়ে বিভিন্ন অনুষদভুক্ত বিভাগগুলোকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেশিরভাগ বিভাগ একাডেমিক কমিটির মিটিং সম্পন্ন করেছে। অধিকাংশ বিভাগ শিক্ষার্থীদের মতামত নিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণের এবং দ্রুত পরীক্ষা শুরুর পক্ষে মতামত দিয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, সব বিভাগীয় একাডেমিক কমিটির কাছে মতামত দিতে বলা হয়েছে। আশা করি এ মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।