ববি শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি দাবি জবি শিক্ষার্থীদের

ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন
ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের উপর র্দুবৃত্তদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক একেএম রাকিব বলেন, প্রশাসনের কাছে দাবি জানাই দোষিদের শনাক্ত করে অতিদ্রুত বিচার সম্পন্ন করার। যদি শিক্ষার্থীরা সঠিক বিচার না পায় তাহলে ছাত্র সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

পদার্থবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আকাশ বলেন, দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতির নায়ক শিক্ষার্থীরা। তাদের উপর হামলার অর্থ জাতির বিবেক, বিকাশ ও অগ্রগতিকে বাধাগ্রস্থ করা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। একইসঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

গত মঙ্গলবার ববির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাবার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে বাস স্টাফের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এছাড়া ফারজানাকে লাঞ্ছিত করা হয়। পরে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপরে রাত আনুমানিক ১টার দিকে শিক্ষার্থীদের উপর ফের হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়টিরে সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে দক্ষিণবঙ্গের প্রায় পাঁচ জেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এ পরিস্থিতির মধ্যেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়।


সর্বশেষ সংবাদ