আন্তঃবিশ্ববিদ্যালয় ভার্চুয়াল পোস্টার প্রতিযোগিতায় রানার্সআপ শাবি

  © টিডিসি ফটো

‘বাংলাদেশ রিসার্চ এন্ড ইনোভেশন সোসাইটি’ কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ভার্চুয়াল পোস্টার প্রতিযোগিতায় অব্যবহৃত বাসের অভিনব পদ্ধতিতে পুনর্ব্যবহার দেখিয়ে রানার্সআপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম ডিং ডিং’। অপরদিকে প্রতিযাগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্রগ্রাম বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) দল।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ‘টিম ডিং ডিং’ এর দলনেতা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা আনান প্রভা। তিন সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ এনামুল হক ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়ান আল ইসলাম রেশাদ।

প্রতিযোগিতার সার্বিক বিষয়ে ‘টিম ডিং ডিং’ দলনেতা মাইশা আনান প্রভা জানান, ২৯ আগস্ট রাতে অনলাইন ফেসবুক লাইভে বাংলাদেশ রিসার্চ এন্ড ইনোভেশন সোসাইটির সভাপতি অধ্যাপক ড. আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘গ্রীন টেকনোলজি’। প্রতিযোগিতাটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১০০টির বেশি টিম রেজিস্ট্রেশন করে। গত ২২ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত ৮৩টি পোস্টার সাবমিট করে বিভিন্ন প্রতিনিধি দল।

তাদের মধ্য থেকে রানার্সআপ হয়েছে শাবির ‘টিম ডিং ডিং’। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দেশবরণ্য ১৩ জন শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। শাবির প্রতিনিধি দলের পোস্টারের নাম ছিল ‘প্যারাডাইম অব রিজেনারেশন’।

সেখানে পড়ে থাকা অব্যবহৃত বাসের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিত্যক্ত জিনিস রিসাইকেলের মাধ্যমে পুনর্ব্যবহার দেখানো হয়েছে। এতে করে গৃহহীন অসহায় মানুষসহ অনেকেই উপকৃত হবে। এমন ধারণা থেকে এ পোস্টার ডিজাইন করা হয়েছে বলে জানান মাইশা আনান প্রভা।


সর্বশেষ সংবাদ