করোনা ভাইরাস শনাক্তের মেশিন ও জনবল হস্তান্তর চবির

করোনা ভাইরাস শনাক্তের জন্য মেশিন ও জনবল সরবরাহ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিসের (বিআইটিআইডি) কাছে মেশিন এবং এটি ইনস্টলেশন ও ব্যবহার বিধির প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় জনবল প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার করোনা ভাইরাস শনাক্তের মেশিন চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে হস্তান্তরের জন্য গঠিত কমিটির দু’জন সদস্যকে প্রেরণ করেছেন। বিআইটিআইডির সাথে কোভিড-১৯ সনাক্তকরণে সমন্বিতভাবে কাজ করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নির্দেশনা অনুযায়ী চবি জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইনকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এস এম রফিকুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা (আখিঁ), প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, ড. শ্রীকান্ত চৌধুরী, ড. মোহাম্মদ মোশারফ হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী, ড. আদনান মান্নান, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রামেন্দু পারিয়াল।

মেশিনটি হস্তান্তরকালে চবি উপাচার্য বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস সনাক্তকরণের মেশিন প্রদান করতে পেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গৌরব বোধ করে। এই মেশিনের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে করোনা সনাক্তকরণ সম্ভব হবে।

এ সময় চবি প্রক্টর প্রফেসর এস. এম. মনিরুল হাসান, চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব, সহকারী প্রক্টরবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence