ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

০৭ মার্চ ২০২০, ০৩:৫১ PM

© টিডিসি ফটো

সারা দেশের ন্যায় অতি বিনম্র শ্রদ্ধার সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের আয়োজনে শনিবার(৭ই মার্চ) বেলা সাড়ে ১১টায় র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্টার এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান সহ শিক্ষক - কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির বাতিঘর। তিনি বলেন জাকজমকপূর্ণ ও যথাযোগ্য মর্যাদায় আমরা মুজিবর বর্ষ পালন করব। এজন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর এসব কর্মসূচীর উদ্দেশ্য হল বর্তমান ও ভবিষৎ প্রজন্মের কাছে স্বাধীন বাংলাদেশের সপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল দিক ও বাংলাদেশের অভ্যুদয়ের গুরুত্ব সম্পর্কে পৌছে দেওয়া।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে নির্মিত মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬