খুবিতে শিক্ষার্থী প্রতি সরকারের ব্যয় ১ লাখ ৫৫ হাজার

  © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একজন শিক্ষার্থীর পেছনে ২০১৮ সালে সরকার ১ লাখ ৫৫ হাজার ১৬০ টাকা ব্যয় করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ৪৫তম বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০১৮ সালে খুবির মোট শিক্ষার্থী সংখ্যা ছিল ৬হাজার ১০০ জন। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পেছনে এক বছরে ব্যয় করেছে ৯৪ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার। গত বছরের মত এবার ও খুবিতে শিক্ষার্থীদের মাথাপিছু গড় ব্যয় একই রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয়ের ভিত্তিতে ৩৯টি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মাথাপিছু ব্যয় নির্ধারণ করেছে ইউজিসি। এতে দেখা গেছে সাধারণ বিশ্ববিদ্যালয় অপেক্ষা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড় ব্যয় সবসময় বেশি।

তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয় ১ লাখ ৮৭ হাজার ৯০২ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭৮ হাজার ৯৬২ টাকা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২ লাখ ৩২ হাজার ২৪২ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ২০ হাজার ৭০৬ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৪৭ হাজার টাকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৪২ হাজার টাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২ লাখ ৩০ হাজার টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫৪ হাজার ৯২৪ টাকা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয় ১১ হাজার ৫৯২ টাকা।


সর্বশেষ সংবাদ