জাবির হল খুলে দেয়ার মিথ্যা প্রচারণা উদ্দেশ্যমূলক: প্রশাসন

১৮ নভেম্বর ২০১৯, ০২:১৫ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার বিষয়ে চাউর হওয়া ঘটনা সত্য নয় উল্লেখ করে প্রশাসন বলছে উদ্দেশ্যমূলকভাবে এ প্রচারণা চালানো হচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর উদ্ধৃতি দিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযােগ মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২১ নভেম্বর এবং ১৯ নভেম্বর থেকে আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে বলে তথ্য প্রচার করা হচ্ছে। এ তথ্য সঠিক নয়। চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ধরনের খবর প্রচার করা হয়নি।

এ প্রচারণার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের মনগড়া ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, যার কোন ভিত্তি নেই।

পরিবেশ ও পরিস্থিতি পর্যালোচনাপূর্বক যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে এবং
শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬