জাককানইবির হলে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে নিম্নমানের খাবার

  © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা (ছাত্র) হলে উচ্চ মূল্যে নিম্নমানের খাবার বিক্রির অভিযাগ উঠেছে । বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্যাস, বিদ্যুৎ,পানি ও শ্রমিক সহায়তা সরবরাহ করলেও হোটেলের তুলনায় হলের ডাইনিংয়ে খাবার মূল্য বেশী রাখা হচ্ছে।

হলের ডাইনিংয়ে করলা ভাজি ১০ টাকা ,মাছ ভাজি ২৫ টাকা, ডাল ভুনা ১০টাকা, সবজি ১৫ টাকা, মুরগি(ছোট পিস) ২০ টাকা, ভাত(প্লেট প্রতি) ৬ টাকা রাখা হচ্ছে । বেশিরভাগ খাবারের মূল্য বাইরের হোটেলের খাবার মূল্যের চেয়ে বেশি। সেই সাথে রান্নায় ব্যবহৃত সবজি-মাছও রাখা হয় অপরিচ্ছন্ন পরিবেশে।

ডাইনিংয়ের এ সমস্যা সমাধানে উপাচার্য ও হল প্রভোস্ট বরাবর অভিযোগ করেও সমাধান পায়নি শিক্ষার্থীরা। জাকির হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, আমাদর যে খাবার খাওয়ানো হচ্ছে তা অস্বাস্থ্যকর। খাবারের দামও বেশী নেয়া হচ্ছে। অনেকবার প্রশাসনকে জানানো হলেও কোনো সমাধান আসেনি।

ডাইনিং দায়িত্বে থাকা হোটেল মালিক শরীফ বলন, আমাদের ভাড়া দিতে হয় ৫ হাজার টাকা। এর উপর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনের ৩০/৪০ জন নেতা ফ্রী খায়। প্রশাসন থেকে অর্থনতিক সুবিধাও দেওয়া হয়না তাই এমন হয় ।

এ বিষয় হল হাউজ টিউটর আসিফ ইকবাল আরিফ বলেন, শিক্ষার্থী এবং ডাইনিং কর্তৃপক্ষের সাথে বসে সমস্যার সমাধান করা হবে।


সর্বশেষ সংবাদ