ইবির প্রতিটি বিভাগ গবেষণার দূর্গ হিসেবে গড়ে উঠবে: উপাচার্য

৩১ জুলাই ২০১৯, ০৭:০১ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ গবেষণার দূর্গ হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে চলেছি। এজন্যই মূলত নিয়মিত নতুন নতুন বিষরে উপর সেমিনারের আয়োজন করা হচ্ছে।’

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ওয়ার্কশপ অন রিসোর্স মেথোডলজি এন্ড কনডাক্টিং ই-রিসোর্স’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় উপাচার্য বলেন, ‘শিক্ষকদের প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হবে। শিক্ষকদের গতানুগতিক পাঠদান করলেই চলবে না। পাঠদানের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় নিয়ে নতুন কিছু বলতে হবে। যা ছাত্র-ছাত্রীদের নতুন কিছু বলা ও চিন্তাকে উৎসাহিত করে।’

এসময় তিনি উপস্থিত সকল সকলকে গবেষণা মুখি হওয়ার আহবান জানান। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষক এবং সহকারী অধ্যাপক পর্যায়ের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবহানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কাজী আকতার হোসেন প্রমুখ।

ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬