জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

রাতের আঁধারে ছাত্রী মেসে বহিরাগত, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

  © টিডিসি ফটো

সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এক ছাত্রী মেসে রাতের অন্ধকারে বহিরাগতের প্রবেশের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেসে শিক্ষার্থীদের মাঝে অপ্রীতিকর ও ভীতির সঞ্চার করে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকাল চারটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা মোড় থেকে এ বিক্ষোভ মিছিল নিয়ে বের। পরে মিছিলটি প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা গেছে।

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছবি দেখে অপরাধীকে বিচার এর আওতায় আনতে হবে। প্রত্যেক ছাত্র/ছাত্রীবাস গুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে। আগামী ৩ মাসের মধ্যে শিক্ষার্থীদের নতুন হলে আবাসনের ব্যবস্থা করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে প্রশাসনিক ভবনে তালা লাগানোসহ কঠোর আন্দোলনের ঘোষণাও দেয় শিক্ষার্থীরা ।

এসময় বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, ছাত্র উপদেষ্টা শেখ সুজন আলি, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শাহজাদা আহসান হাবিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

বিগত কয়েক দিন পূর্বে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেসে চুরি, রিনা ছাত্রী মেসে অশালীন কর্মকাণ্ড এবং অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা অপ্রীতিকর ঘটনার ঘটেছে। পরবর্তীতে মেয়েরা মেস মালিককে জানানোর পর মেসের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে সম্পূর্ণ ঘটনাটি জানানো হলে ভোক্তভোগীদের তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখার জন্য বলা হয়েছে। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও বাস্তবিক অর্থে কোন ধরনের পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে মেস মালিকের সাথে নিরাপত্তা জোরদার সম্পর্কে আলোচনা করেছি। এ ব্যাপারে ত্রিশাল থানায় কথা বলে দ্রুত সমাধানের জন্য বলেছি। খুব শীঘ্রই অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তাসহ লাইটিংয়ের পর্যাপ্ত ব্যবস্থাও অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু শিক্ষার্থীদের দাবীর পক্ষে সহমত পোষণ করে অনতিবিলম্বে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ছাত্রলীগ সহযোগিতা করবে বলে জানিয়েছেন।

সার্বিক বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহমুদ হাসান বলেন, এখনো অপরাধীকে শনাক্ত করা যায়নি। আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি অভিযোগ আকারে আছে তদন্ত শেষে মামলা গ্রহণ হবে।


সর্বশেষ সংবাদ