চবি অধ্যাপক রচিত বাংলা ভাষার অপপ্রয়োগের নমুনা শীর্ষক গ্রন্থ প্রকাশ

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নেয়ামত উল্যাহ ভূঁইয়া তাঁর রচিত ‘বাংলা ভাষার অপপ্রয়োগ ও বিকৃতির নমুনা’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রকাশের পর একটি কপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নিকট হস্তান্তর করেছেন। মঙ্গলবার উপাচার্যের অফিস কক্ষে চবি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এ কে এম তফজল হকের উপস্থিতিতে গ্রন্থটি হস্তান্তর করা হয়।

হস্তান্তর পরবর্তী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বাংলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে এ ধরণের বই রচনা করায় রচয়িতাকে অভিনন্দন জানান।

এসময় তিনি বলেন, বাংলা ভাষার প্রয়োগরীতি বিষয়ক এই গ্রন্থটিতে বাংলা ব্যাকরণ, বানান ও উচ্চারণের নিয়ম নীতির বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। তিনি গ্রন্থটিতে পরিবেশিত বাংলা ভাষার প্রয়োগ-বৈচিত্র্য সব শ্রেণি পেশার পাঠককে বিশেষ করে তরুণ প্রজন্মকে ভাষা ও ব্যাকরণের নিয়ম সম্পর্কে অধিকতর সচেতন করবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তিনি লেখককে তাঁর গবেষণা কর্ম পরিচালনা অব্যাহত রাখার আহবান জানান।


সর্বশেষ সংবাদ