জ‌বি‌তে মু‌ক্তিযু‌দ্ধের ভ্রাম্যমাণ বই‌মেলা

  © টিডিসি ফটো

‘মু‌ক্তিযু‌দ্ধের নির্বা‌চিত যত বই, ইতিহাস ধর‌বো তু‌লে বই যা‌বে তৃণমূ‌লে’ এই শ্লোগান সাম‌নে রে‌খে জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ে (জ‌বি) দুইদিন ব্যা‌পি শুরু হ‌য়ে‌ছে ‘মু‌ক্তিযু‌দ্ধের ভ্রাম্যমাণ বই‌মেলা’ ।

র‌বিবার থে‌কে ব‌ই মেলা‌টি শুরু হয়। দুপু‌রে বিশ্ব‌বিদ্যালয়ের শান্তচত্ত্ব‌রে ভি‌সি অধ্যাপক ড.মীজা‌নুর রহমান ‘মু‌ক্তিযু‌দ্ধের ভ্রাম্যমাণ বই‌মেলা’টি প‌রিদর্শন ক‌রেন। এ সময় তিনি ব‌লেন, মু‌ক্তিযু‌দ্ধের ইতিহাস সবার মা‌ঝে ছড়িয়ে দেওয়ার জন্য এটি এক‌টি ভা‌লো উদ্যোগ; মু‌ক্তিযু‌দ্ধের সবগু‌লি বই এখা‌নে একসা‌থে পাওয়া যায়। মু‌ক্তিযু‌দ্ধের বই প‌ড়ে স‌ঠিক ইতিহাস জানা সবার প্র‌য়োজন।

শ্রাবণ প্রকাশনের রবিন আহসান বলেন, ডিসেম্বর থেকে আমরা মুক্তিযুদ্ধের সব বই একসাথে বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছি। ইতোমধ্যে প্রায় সব বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলোতে আমরা বই পৌঁছে দিয়েছি। মুক্তিযুদ্ধ বিষয়ক সব বই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

এ সময় জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভা‌গের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ এবং বি‌ভিন্ন বিভা‌গের ছাত্রছাত্রী উপ‌স্থিত ছি‌লেন।

২০১৮ সা‌লের ৮ ডি‌সেম্বর থে‌কে ‘মু‌ক্তিযু‌দ্ধের ভ্রাম্যমাণ বই‌মেলা’ যাত্রা শুরু ক‌রে। এখা‌নে একাত্তরের দিনগু‌লি, মুক্তধারা’৭১, আমার বন্ধু রা‌শেদ, আমি বীরাঙ্গনা বল‌ছি, একাত্তরের ডা‌য়েরী সহ মু‌ক্তিযু‌দ্ধের সবগু‌লি বই র‌য়ে‌ছে।

উল্লেখ্য ‘মু‌ক্তিযু‌দ্ধের ভ্রাম্যমাণ বই‌মেলা’ দে‌শের বি‌ভিন্ন বিশ্ব‌বিদ্যালয়, কলেজ , এবং স্কু‌লে মু‌ক্তিযু‌দ্ধের বই বি‌ক্রি ক‌রে থা‌কে।


সর্বশেষ সংবাদ