র্যাংকিংয়ে স্থান পেতে ইউজিসি উদ্যোগ নিয়েছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০৬:৩২ PM , আপডেট: ২৭ জুন ২০১৯, ০৬:৩২ PM
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, যখন আমাদের কোন সুযোগ-সুবিধা কিছু ছিল না তখন আমাদের বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে ছিল।
এখন এত সুযোগ-সুবিধা পাওয়ার পরও তালিকায় আমাদের অবস্থান নেই। তিনি বলেন, হয়তো বা অন্য দেশ আমাদের চেয়ে আরও বেশি এগিয়ে গেছে এজন্য র্যাংকিংয়ে আমরা নেই। বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে উপযুক্ত স্থান পেতে ইউজিসি কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি জানান।
বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধনের পর তিনি একথা বলেন।