নোবিপ্রবিতে বিএনপিপন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘বর্ধিত সাদা দল’

২২ জানুয়ারি ২০২৬, ০৯:১০ PM
নোবিপ্রবিতে বিএনপিপন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘বর্ধিত সাদা দল’

নোবিপ্রবিতে বিএনপিপন্থী শিক্ষকদের নতুন সংগঠন ‘বর্ধিত সাদা দল’ © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘বর্ধিত সাদা দল’ এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উক্ত সংগঠনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সাংগঠনিক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।

লিখিত বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে নোবিপ্রবিতে শিক্ষক সমাজের জন্য কোনো কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংগঠন সক্রিয় ছিল না। এমন বাস্তবতায় শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে ‘বর্ধিত সাদা দল’ গঠন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নোবিপ্রবি সাদা দল ২০২০ সাল থেকে বিভিন্ন জাতীয় দিবস, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ একাধিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গত আগস্টের পূর্বে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ মিনারে অবস্থান কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের যৌক্তিক দাবি–দাওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নেন।

‘বর্ধিত সাদা দল’-এর লক্ষ্য হিসেবে এতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম যথাযথভাবে পরিচালনায় শিক্ষক সমাজের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করা; শিক্ষার্থীদের সুযোগ–সুবিধা বৃদ্ধি, শিক্ষা–সংক্রান্ত দাবি–দাওয়া যথাযথভাবে উপস্থাপন; একটি সুস্থ, নিরাপদ ও মানবসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা এবং প্রশাসনিক পর্যায়ে গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখা।

বিবৃতিতে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, একাডেমিক ও গবেষণার অবকাঠামো উন্নয়ন, আবাসন ও হলসংক্রান্ত মানোন্নয়ন, নিরাপদ খাদ্য ও পানি সরবরাহ, লাইব্রেরি ও ল্যাব আধুনিকীকরণ, ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ, নিয়মিত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, মেডিকেল সেন্টারের উন্নয়ন এবং শিক্ষা–গবেষণায় ইতিবাচক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ আরও জানান, বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি শিক্ষক ও শিক্ষার্থী। এই বিশ্বাস থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার, মানসম্মত শিক্ষা, গবেষণার স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী যেকোনো অপচেষ্টা, অনিয়ম–অব্যবস্থাপনা ও শিক্ষা–বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তিনির্ভর অবস্থান গ্রহণ করা হবে।

বিবৃতিতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার প্রতিও আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা
  • ২২ জানুয়ারি ২০২৬
জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা
  • ২২ জানুয়ারি ২০২৬
হৃদ্যতাপূর্ণ বার্তা প্রেরণে চিঠির যুগ; আধুনিকতায় হারিয়ে যাচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘সরকার ঋণ বাড়িয়ে শুধু পাবলিক সেক্টরের কর্মীদের সুবিধা দিচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবি প্রেসক্লাবের পিঠা উৎসবে সাংবাদিকদের মিলনমেলা
  • ২২ জানুয়ারি ২০২৬
জমি বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ২২ জানুয়ারি ২০২৬