জকসু নির্বাচনে যে ৫ পদে হারল শিবির

০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ AM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ ১৬টি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল চার পদে জয়লাভ করেছে। বাকি কার্যনির্বাহী পদে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন জাহিদ হাসান।

বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ; তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

আরও পড়ুন: জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৬টিতেই জয়ী শিবির

শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন:

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মো. নুরনবী (৫,৪০০ ভোট)

শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল (৫,৫২৪ ভোট)

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সুখীমন খাতুন (৪,৪৮৬ ভোট)

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ (৪,৪৭০ ভোট)

আইন ও মানবাধিকার সম্পাদক: হাবীব মোহাম্মদ ফারুক (৪,৬৫৪ ভোট)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশীন নাওয়ার (৪,৪০১ ভোট)

ক্রীড়া সম্পাদক: জর্জিস আনোয়ার নাইম (২,৪৬৭ ভোট)

সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান (৩,৪৮৬ ভোট)

নির্বাচনে ৪টি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল। সম্পাদকীয় পদের মধ্যে তারা জিতেছে ৩টিতে:

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: তাকরিম মিয়া (৫,৩৮৫ ভোট)

পরিবহন সম্পাদক: মাহিদ হোসেন (৪,০২৩ ভোট)

পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল রাকিব (৪,৬৯৮ ভোট)

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের ৭টির মধ্যে ৫টিতে জিতেছে শিবির এবং ১টিতে জিতেছে ছাত্রদল। ছাত্রদল থেকে নির্বাচিত সদস্য হলেন মোহাম্মদ সাদমান আমিন (৩,৩০৭ ভোট)। কার্যনির্বাহী সদস্য পদে অন্যজন জাহিদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর মেশিনে ত্রুটির কারণে গণনায় বিলম্ব হলেও বুধবার রাত ১টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার মাধ্যমে জকসুর প্রথম নির্বাচিত কমিটি চূড়ান্ত হলো।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
  • ০৯ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে পাঁচ দেশের দিকে
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য …
  • ০৯ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী বাস উল্টে নিহত ২, …
  • ০৯ জানুয়ারি ২০২৬
সারা দেশে ভয়েস ওভার ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
  • ০৯ জানুয়ারি ২০২৬
ইরানে সরকারি টেলিভিশন ভবনে অগ্নিকাণ্ড
  • ০৯ জানুয়ারি ২০২৬