কুবিতে পরীক্ষার হলে নকল করায় প্রত্নতত্ত্ব বিভাগের দুই শিক্ষার্থী বহিষ্কার

০৪ জানুয়ারি ২০২৬, ১১:০৪ PM
মো. হিজবুল্লাহ আরেফিন তাজবী ও হাসমত আলী

মো. হিজবুল্লাহ আরেফিন তাজবী ও হাসমত আলী © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষায় নকল করায় প্রত্নতত্ত্ব বিভাগের দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে গত (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৭ তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হিজবুল্লাহ আরেফিন তাজবী এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসমত আলী।

জানা গেছে, ২০ অক্টোবর ২০২৫ প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ২য় সেমিস্টারের 0222-ARC-123 কোর্সের পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের সময় হাসমত আলীকে এবং ২৪ নভেম্বর ২০২৫ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ৪র্থ সেমিস্টারের 0222-ARC-221 কোর্সের পরীক্ষা চলাকালে একই অভিযোগে মো. হিজবুল্লাহ আরেফিন তাজবীকে পরীক্ষার হল পরিদর্শক হাতেনাতে আটক করেন।

এ বিষয়ে শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই সময়ে তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক নুরুল করিম চৌধুরী জানান, মোবাইল ফোনের মাধ্যমে নকলের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা তাদের বর্তমান ব্যাচের সঙ্গে আর পরীক্ষা দিতে পারবেন না; পরবর্তী ব্যাচের সঙ্গে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬