ড. শহিদুল ইসলাম © সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষক ড. শহিদুল ইসলাম অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট বডির একজন সদস্য এবিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, অধ্যাপক ড. শহিদুল ইসলামের শিক্ষাজীবন সুদীর্ঘ ও কৃতিত্বপূর্ণ। তিনি ২০২১ সালে ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ এবং বিএবিএ ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনের প্রাথমিক স্তরে তিনি খুলনার সরকারি এম. এম. সিটি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি সম্পন্ন করেন।
অধ্যাপক ড. শহিদুল ইসলাম ২০১২ সালের জুলাই মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।