১৯ বিশ্ববিদ্যালয় ভর্তিতে মোট আবেদন পৌনে তিন লাখ, কোন ইউনিটে কত?

০১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০১ PM
গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের লোগো

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ ভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট আবেদন জমা হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ টি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এবারের ভর্তি প্রক্রিয়ার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর রাতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ শিক্ষার্থী গুচ্ছে আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৫৯ হাজার ১৮৯, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯০ হাজার ৪০৪ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। 

এর আগে গত ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুয়ায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পারেন। 

এছাড়া, আগামী বছরের ২৭ মার্চ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।

কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম, যেমন হলো একাদশ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০
  • ০২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!