রমজানে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহবান
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৮:৫৬ PM , আপডেট: ২৬ মে ২০১৯, ০৮:৫৬ PM
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পাশাপাশি অন্যান্য ইবাদতের সাথে গরিব-দুঃখী ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মীজানুর রহমান।
রোববার বিকালে পুরান ঢাকার স্টার রেস্টুরেন্টে নরসিংদী জেলা ছাত্র কল্যানের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
উপাচার্য ড. মীজানুর রহমান, ‘সিয়াম সাধনার এই মাসে সবাই সারা দিন কষ্ট করে রোজা রাখেন, সকল প্রকার কল্যানকর কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন। আমি মনে করি, রোজার পাশাপাশি গরীব-দুঃখী মানুষের পাশেও দাঁড়ানো উচিৎ।
এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এডভোকেট সামসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আখতারুজ্জামান, কৃষিবিদ মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেনসহ জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।