নতুন তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটিতে ভর্তির প্রস্তুতি, একটিতে অনিশ্চিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ AM
দেশে সর্বশেষ পাঠদানের অনুমতি পাওয়া নতুন তিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া মেহেরপুর বিশ্ববিদ্যালয়েও এ বছর থেকে পাঠদান শুরু করা যাবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও অনুমোদন পায়নি। ফলে আগামী পরের শিক্ষাবর্ষ থেকে এ বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হতে পারে।
চলতি শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্টরা হতাশা প্রকাশ করেছেন। এর আগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দুটি বিশ্ববিদ্যালয়কে পাঁচটি বিভাগের প্রস্তাবনা জমা দিতে নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী কর্তৃপক্ষ বিভাগ খোলার প্রস্তাব দেয়।
নওগাঁ বিশ্ববিদ্যালয়
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত দুটি অনুষদের অধীনে দুই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীন বিভাগ দুটিতে চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে। বুধবার (১০ ডিসেম্বর) ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ খোলার অনুমোদন দেয়া হলো। বর্ণিত দুটি অনুষদের আওতাধীন দুটি বিভাগ হলো আইন অনুষদে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগ।
শর্তাবলির মধ্যে রয়েছে- ইউজিসি কর্তৃক গঠিত পরিদর্শন কমিটির (প্রযোজ্য ক্ষেত্রে) পরামর্শ অনুযায়ী বিভাগ চালু ও শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে; নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় কমিটি গঠনপূর্বক (যদি ইতোপূর্বে করা না হয়ে থাকে) কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে।
পাশাপাশি আইন ও হিসাব বিজ্ঞান বিভাগের কারিকুলাম প্রস্তুত করে অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনপূর্বক কমিশনকে লিখিতভাবে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুসরণ করে এ সংক্রান্ত অন্যান্য সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাছানাত আলী আজ শনিবার (১৩ ডিসেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবারের সেশন থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে কোন প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন হবে তা এখনো ইউজিসি আমাদের জানায়নি। আশা করছি, শীঘ্রই ইউজিসি এ ব্যাপারে নির্দেশনা দিবে এবং সে প্রক্রিয়ায় আমরা শিক্ষার্থীদের ভর্তি নেব।
মেহেরপুর বিশ্ববিদ্যালয়
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে একটি অনুষদের অধীনে দুটি বিভাগ চালুর সবুজ সংকেত দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ভর্তির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল দীর্ঘদিনের। সে আলোকে সরকার মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২৩ পাস করে। প্রথম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ২ ডিসেম্বর মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন। এরইমধ্যে ২০২৫ সালের ১৬ জানুয়ারি সরকার বিশ্ববিদ্যালয়টির নাম ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ থেকে পরিবর্তন করে ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয়’ করে।
অনুমোদনের পর প্রায় তিন বছর পরও শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাস না থাকায় মেহেরপুর সরকারি কলেজকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। এরইমধ্যে দুই বিভাগের অনুমোদন পাওয়ায় চলতি বছরই শিক্ষার্থী ভর্তির আশা করছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। তবে কোন দুটি বিভাগ নিয়ে যাত্রা শুরু হবে, তা এখনও নির্ধারণ হয়নি।
আরও পড়ুন: বগুড়া বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে শুরু হচ্ছে না পাঠদান
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন আজ শনিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি বছরই শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব বলে আশা করছি। ইউজিসির সঙ্গে এ বিষয়ে শিগগিরই আলোচনায় বসার কথা রয়েছে। আগামী সপ্তাহে সভা থেকে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আমরা সে মিটিংয়ের অপেক্ষায় আছি।’
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বিভাগগুলোর ল্যাবরেটরি, অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সরেজমিন পরিদর্শনের পরই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হবে।
সে পর্যবেক্ষণের ভিত্তিতে বিভাগ অনুমোদন এবং শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে। গত ১০ ডিসেম্বর ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ থেকে বিভাগ খুলে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান জানান, বিশ্ববিদ্যালয়ে এমন বিষয় পড়ানোর পরিকল্পনা ছিল, যেগুলোর চাহিদা রয়েছে; যা শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াবে। তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয় চালু করার প্রস্তাব দিয়েছিলেন। এ বছর না হলেও পরের বছর অনুমোদন পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।