বাঁধন কবি নজরুল কলেজ ইউনিটের সভাপতি পিয়াস ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি
- কবি নজরুল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ AM
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-এর ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মীর হাসান পিয়াস ও সাধারণ সম্পাদক ২০২২-২৩ শিক্ষাবর্ষের গনিত বিভাগের শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বি (জাকারিয়া)।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কলেজ অডিটরিয়ামে বাঁধনের রক্তদাতা সম্মাননা, বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল সরকারি কলেজ বাঁধন ইউনিটের সভাপতি মো. সাইফুল আছরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ড. নুরুন নাহার ও শিক্ষক পরিষদের সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক জেসমিন আক্তার।
বাঁধন ২০২৬ কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি লতিফুর রহমান ও রাকিবুল ইসলাম , সহ-সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ , সাংগঠনিক সম্পাদক মো. এবাদুল মোল্লা , সহ-সাংগঠনিক সম্পাদনা মো. আবিদ হাসান বাঁধন, কোষাধ্যক্ষ মো. আসাদুল্লাহ , দপ্তর সম্পাদক মো. সাকিব মিয়া রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ খান সোয়াদ, তথ্য ও শিক্ষা সম্পাদক আফিয়া মুবাসসিরা । নির্বাহী সদস্য মোছা. শারমিন জাহান, সোয়ালিহেন রিয়াদ, মোছা. রোকেয়া আক্তার মিতু, মো. আজগর হায়দার, ফাতেমা জান্নাতি ফারজানা। জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম।
এ বিষয়ে বাঁধন কবি নজরুল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি বলেন, সত্যি বলতে দিন শেষে একজন বাঁধন কর্মীই আমার বা আমাদের পরিচয়। বাঁধনে পদ পদবী কখনোই একজন কর্মীর বিবেচনায় থাকে না। একজন সাধারণ সম্পাদক হিসেবে আমি চেষ্টা করব আমার ইউনিট এর কার্যক্রম কে বাঁধনের অন্যান্য ইউনিটের চেয়ে আরো অনেক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন ততটুকু করবো ইনশাল্লাহ। আমার কর্মীরা যাতে আরো অনেক বেশি স্বেচ্ছাসেবী মূলক কার্যক্রমে জড়িত হয় সেটাই চেষ্টা করব এবং আশেপাশে যতগুলো হাসপাতাল আছে সেখানের রিকুয়েশন গুলো ফুল ফিল করার চেষ্টা করব ইনশাল্লাহ।
বাঁধন কবি নজরুল কলেজ ইউনিটের নব দায়িত্বপ্রাপ্ত সভাপতি মীর হাসান পিয়াস বলেন, একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগান নিয়ে ১৯৯৭ সালে বাঁধন এর সূচনা হয়েছে। বাঁধন হচ্ছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিপদের সময় মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করা। মানুষের সেবায় নিয়োজিত থাকতে এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কবি নজরুল কলেজ বাঁধন ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই লক্ষ্যে কাজ করব।