ভূমিকম্পে কুবির ফয়জুন্নেছা হলে ফাটল, খসে পড়ল আস্তরণ

২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ PM
ভূমিকম্পে কুবির নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের নিচতলার কর্নারে ওয়াশরুমের দেয়ালে ফাটল

ভূমিকম্পে কুবির নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের নিচতলার কর্নারে ওয়াশরুমের দেয়ালে ফাটল © টিডিসি

ভূমিকম্পের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের নিচতলার কর্নারে ওয়াশরুমের দেয়ালে ফাটল ধরার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পে হল ভবনের কয়েকটি অংশে ফাটল ধরে সিমেন্টের আস্তরণ নিছে পড়ে। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই সারাদেশে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী তাসমিয়া ফারিন বলেন, ‘রুমে বিছানার ওপর বসে ছিলাম হঠাৎ কম্পন অনুভব হওয়ায় পাশের রুমমেটকে বললাম, “ভূমিকম্প হচ্ছে।” সে প্রথমে বিশ্বাস করল না। কিছুক্ষণ পর জোরে কম্পন শুরু হলো। তখন আশেপাশের কিছু জিনিস ভেঙে পড়ার মতো তীব্র শব্দ হতে লাগল। হলের যেই রুমে আমি থাকি সেটার পাশের ১০৩ নং রুমে পাশে ওয়াশরুমের অবস্থা দেখে আমি আরও ভয় পেয়ে যায়। সেখানে গিয়ে দেখি দেয়ালে বড় বড় ফাটল ধরে গেছে। আমার মনে হচ্ছে এটা অনেক ঝুকিপূর্ণ জায়গা যেখানে আমরা থাকছি। প্রশাসনের এই বিষয়ে জরুরি উদ্যেগ নেওয়া দরকার। জীবন ঝুঁকিতে রেখে থাকা অসম্ভব হবে।’

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন‚ ‘ভূমিকম্প সারাদেশেই হয়েছে। আমি যেখানে থাকি আশেপাশের অনেক ভবনেরই পলেস্তরা খসে পড়েছে। ভূমিকম্পনের মাত্রাটা এবার একটু প্রকট ছিলো। অনেক জায়গায়ই ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফয়জুন্নেসায়ও হয়েছে, এগুলো আসলে প্রাকৃতি বিপর্যয়। এগুলো আকষ্মিক ঘটে, এগুলো নিয়ে বলার কিছু নাই। আসলে আমরা কেহই বাস্তবতার ঊর্ধ্বে না। এখন যদি বলা হয় এই ভবনগুলো চেইঞ্জ করে ওয়েল ফার্নিশড ভবন আনতে সেটা তো সম্ভব না। তাও প্রতিবছর আমরা চেষ্টা করি সংস্কার করার। তা ছাড়া নতুন ক্যাম্পাস চালু করলে আর তেমন সমস্যা থাকবে না।’

মতলব উত্তরে জুয়ার জমজমাট আসন, বাড়ছে চুরি-ছিনতাই-ডাকাতি
  • ১৭ জানুয়ারি ২০২৬
গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করছে
  • ১৭ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9