অধিভুক্ত সাত কলেজের ২য় বর্ষে ভর্তি আবেদনের সময় বাড়ল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৪:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২য় বর্ষে ভর্তির জন্য পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২য় বর্ষে ভর্তির জন্য পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কলেজ কর্তৃক অনলাইনে ভেরিফাইয়ের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ব্যাংক ড্রাফটের তারিখ ২৫ নভেম্বর।