শ্রীবরদীতে কলেজশিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ৩ দিন ধরে বিক্ষোভ

১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪১ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তিন দিনে ধরে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। এরপর মিছিলটি ফের কলেজের সামনে এসে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

কলেজশিক্ষার্থী অনিক বলেন, ‘রিফাত আহমেদ স্যার নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও একজন আদর্শ শিক্ষক। অন্যায়ভাবে তার এই বদলির সিদ্ধান্ত শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। তাই তার বদলি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ 

আরেক শিক্ষার্থী হৃদয় বলেন, ‘আমাদের রিফাত স্যার আমাদের সবসময় খোঁজখবর রাখেন। আমরা এমনিতেই অবহেলিত এলাকায় থাকি। আমাদের কলেজে এমনিতেই ভালো শিক্ষক আসতে চান না। কিন্তু রিফাত স্যারের মত ভালো স্যারকে আমরা হারাতে চায় না। রিফাত স্যারের বদলি বাতিল করতে হবে। আমরা রিফাত স্যারের বদলি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।’ 

সাবেক শিক্ষার্থী আরফান বলেন, ‘রিফাত স্যারের জন্যই এই কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার মান দিন দিন বাড়ছে। কিন্তু এসময় এসে রিফাত স্যারকে কে বা কারা বদলি করে দিলো তা আমরা মানি না। রিফাত স্যারকে আমাদের কলেজের জন্য দরকার।’

গত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রিফাত আহমেদকে শ্রীবরদী সরকারি কলেজ থেকে শেরপুর সরকারি মহিলা কলেজে বদলির আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ জানান, ‘শিক্ষার্থীরা তাদের স্যারের বদলি বাতিলের দাবির জন্য স্মারকলিপি দিয়েছে আমি এটা পেয়েছি। ডিসি স্যারের কাছে পাঠানোর ব্যবস্থা করব।’

শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী বলেন, ‘রিফাত সাহেব কলেজের একজন জনপ্রিয় শিক্ষক। তার বদলির অর্ডার শুনে শিক্ষার্থীরা আমার কাছে স্মারকলিপি জমা দিয়েছে। আমি স্মারকলিপি গ্রহণ করেছি। এটা মন্ত্রণালয়ে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।’

ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহমান
  • ১৭ জানুয়ারি ২০২৬
তৃতীয় দফায় জিএসটি গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে যত আবেদন পড়ল 
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুনরায় হচ্ছে চবির ‘এ’ ইউনিটের ফল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9