জকসু নির্বাচন

শীর্ষ তিন পদে শিবির প্যানেলের প্রার্থী রিয়াজুল-আরিফ-মাসুদ

রিয়াজুল ইসলাম, আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা
রিয়াজুল ইসলাম, আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা  © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ সোমবার (১৭ নভেম্বর)। এবারের নির্বাচনে শাখা ছাত্রশিবির ও আপ বাংলাদেশ যৌথ প্যানেল দিচ্ছে। আজই চূড়ান্তভাবে প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে। জকসু নির্বাচনে শাখা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলও যৌথ প্যানেল দিচ্ছে।

ছাত্রশিবিরের প্যানেলে ভিপি হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম। আর জিএস পদে থাকছেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ। এ ছাড়া এজিএস পদে আপ বাংলাদেশের সংগঠক মাসুদ রানা থাকবেন। 

ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ একই শিক্ষাবর্ষের ল্যান্ড ল’ বিভাগের শিক্ষার্থী। আর এজিএস পদপ্রার্থী মাসুদ রানা পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চূড়ান্তভাবে এ প্যানেল আজ প্রকাশ হবে। 

এছাড়া প্যানেলে থাকছেন ক্যাম্পাসের রাজনীতি না করা পরিচিত ও জনপ্রিয় শিক্ষার্থীরা। শিবিরের জবি শাখা ও কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, এটিই জবি শিবিরের চূড়ান্ত প্যানেল। আজ ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে। 

জানা গেছে, গত দুই দিনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে নির্বাচনের জন্য পৃথকভাবে মোট ৩১ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন। হল সংসদে নেয়নি কেউ। এরমধ্যে গত দুই দিনে কোনও ছাত্র সংগঠন প্যানেল চূড়ান্ত করে মনোনয়ন সংগ্রহ করেনি। আজ সব ছাত্র সংগঠন মনোনয়নপত্র সংগ্রহ করবে।

আরও পড়ুন: ছাত্রদলের প্যানেলে থাকছেন রাকিব-খাদিজা-তানজিল

এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার হয়। ১৩ নভেম্বর চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৬ নভেম্বরও চলেছে মনোনয়নপত্র বিতরণ, যা ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। 

এ ছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। 

৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন। আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনের দিনই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence