জকসুতে ক্রীড়া সম্পাদক পদে লড়বেন সেন্ট্রাল টিমের গোলকিপার তাসনিমুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টিমের গোলকিপার ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাসনিমুল হাসান।
রবিবার (১৬ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সভাপতি এবং কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাসনিমুল হাসান বলেন, জকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য বহু প্রতীক্ষিত একটি নির্বাচন। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সমিতির নির্বাচন নিয়মিত হলেও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এই নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এই নির্বাচন শিক্ষার্থীদের হাতে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের বড় সুযোগ এনে দিচ্ছে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। যাতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। সবার জন্য একটি সুগঠিত, সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া পরিবেশ তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য।
এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ ও ১৬ নভেম্বর পর্যন্ত মোট ৩১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র বিতরণ চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, যা পরদিন (৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও সেদিনই ভোট গণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।