ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

১৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ AM
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা আগামী ১৮ নভেম্বর (মঙ্গলবার) থেকে সারা দেশে একযোগে শুরু হবে। এ পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেজারি থেকে সঠিক কোর্স ও কোডের প্রশ্নপত্রের প্যাকেট গ্রহণ নিশ্চিত করতে হবে। প্যাকেট খোলার আগে যাচাই-বাছাই না করে কোনো প্রশ্নপত্র খোলা যাবে না। ভুল প্যাকেট খোলা হলে তার দায়ভার সংশ্লিষ্ট অধ্যক্ষ ও পরীক্ষা কমিটির সদস্যদের ওপর বর্তাবে।

এছাড়া হাজিরাপত্র ও উত্তরপত্রে সঠিক রোল, রেজিস্ট্রেশন ও কোর্স কোড নম্বর যাচাই করে কক্ষপরিদর্শকের স্বাক্ষর নিশ্চিত করতে বলা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীর হাজিরাপত্রে লাল কালিতে ‘বহিষ্কার’ লিখে কারণসহ রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে আটক ঢাবি অধ্যাপক

পরীক্ষা চলাকালে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কাউকে হলে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা শাস্তিযোগ্য অপরাধ, যা পরীক্ষার্থীদের জানাতে বলা হয়েছে।

নকল প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা নিতে বলা হয়েছে। পাশাপাশি উত্তরপত্র প্যাকেট করার সময় বিষয় ও কোর্স কোড সঠিকভাবে মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মূল্যায়ন ও ফলাফল প্রকাশে বিলম্ব না ঘটে।

এছাড়া পরীক্ষার সময় শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনাগুলো হলো-

*পরীক্ষার হলে যোগাযোগ, মোবাইল ব্যবহার বা নকলের ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল হবে।
*গুরুতর অপরাধে ১ থেকে ৪ বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।
*পরীক্ষার পরিবেশ বিঘ্নিত বা কর্মকর্তা আক্রমণের ঘটনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তির সঙ্গে পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত বিধান ও শাস্তির তালিকা প্রকাশ করে তা কেন্দ্রের নোটিশ বোর্ডে টানানো এবং শিক্ষক-শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫