এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম

কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এনসিপির মনোনয়নপত্র গ্রহণ করছেন
কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এনসিপির মনোনয়নপত্র গ্রহণ করছেন  © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইং -এর প্রধান সমন্বয়ক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটর মোড়ে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ‎মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, সদস্য সোহেল রানাসহ ঠাকুরগাঁও জেলার এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির নেতাকর্মীরা। 

জানা গেছে, ঠাকুরগাঁও -৩ ( রাণীশংকৈল ও পীরগঞ্জ) থেকে গোলাম মর্তুজা সেলিম প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান ও জামায়াতের প্রার্থী মিজানুর রহমান। 

গোলাম মর্তুজা সেলিম রাণীশংকৈল উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার মাতা একজন শিক্ষক ও পিতা অবসরপ্রাপ্ত চাকরীজীবি। 

কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম সিলেট কৃষি বিশ্বিবদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এর আগে, তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও কৃষি উইং এর  সম্পাদক ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়ক ছিলেন।তার নেতৃত্বে সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলন গড়ে উঠে।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জাতীয় দৈনিক আমাদের সময়, যায়যায় দিন ও বিভিন্ন নিউজ পোর্টালের বিশ্বিবিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

এছাড়াও, বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জেলা ক্রীড়া সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির এডহক মেম্বার হিসেবে রয়েছেন।


সর্বশেষ সংবাদ