ময়মনসিংহে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা

১২ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ PM
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এনসিপির নেতাকর্মীরা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এনসিপির নেতাকর্মীরা © টিডিসি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা সংগঠক ও সদস্য মোজাম্মেল হকসহ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র ও এনসিপির নেতাকর্মীরা জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় তরুণরা। বুধবার নির্ধারিত সময়ে এতে যোগ দিতে আসেন এনসিপি নেতা মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা। এ সময় বহিরাগতরা এনসিপি নেতা মোজাম্মেলসহ মানববন্ধনে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মোজাম্মেলসহ আরও আহত হন এনসিপির সমন্বয় কমিটির উপজেলা সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ, শিহাব উদ্দিন, আব্দুর রঊফসহ আরও কয়েকজন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র নেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, ‘হাসপাতালের চিহিৃত দালালরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা দালাল মুক্ত হাসপাতাল চাই।’

এদিকে হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও স্থানীয় থানার ওসি ওবায়দুর রহমান। পরে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের অফিসে বসে সিসিটিভি ও হামলার সময়ে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, ‘হামলার সময় আমি অফিস সহকর্মীদের নিয়ে টাইফয়েড টিকা (টিসিভি) কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। বাইরে হামলার বিষয়ে আমি অবগত নই।’

ইউএনও সানজিদা রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনজনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় রবিউল ইসলাম রবি (৫০) নামের একজন হামলাকারীকে আটক করা হয়ে। লিখিত অভিযোগ ও ভিডিও পর্যালোচনা করে অন্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9