সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অধ্যাপক মাহফিল আরা বেগম © সংগৃহীত
ঢাকা কলেজে ‘শিক্ষক লাঞ্ছনা’র প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ৭ কলেজ স্বাতন্ত্র রক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক মাহফিল আরা বেগম এ হুশিয়ারি দেন।
তিনি বলেন, শিক্ষার্থী দ্বারা শিক্ষক লাঞ্ছিত হবে এটা আমাদের জন্য লজ্জার এবং দুঃখজনক। শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে আমরা আজকে থেকে সর্বাত্মক কর্মবিরতি চাই। একই সাথে সেন্ট্রাল ইউনিভারসিটিতে যারা ভর্তি হয়েছে তাদের কোনো কর্মকাণ্ড আমরা চালাতে চাই না।
তিনি বলেন, সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কার্যক্রম বাহিরে হবে। আমরা চাই, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, কিন্তু সেটা সাত কলেজের বাহিরে হোক। এতে আমাদের কোনো অসুবিধা নেই। দেশে ইউনিভার্সিটি আরো হোক, কিন্তু রাজধানীর নামিদামি কলেজগুলোকে বাদ দিয়ে কেন ইউনিভার্সিটি করা হবে? কেন হাইব্রিড ইউনিভার্সিটি বা গবেষণামূলক ইউনিভার্সিটি এখানে চালাতে হবে?
অধ্যাপক মাহফিল আরা বেগম আরও বলেন, সাত কলেজের শিক্ষা ক্যাডারের পাশাপাশি বাংলাদেশের সকল শিক্ষা ক্যাডারদের নিয়ে একটি কর্মসূচি দিতে হবে। সাত কলেজের ইলিয়াস স্যার অধ্যক্ষ থাকবেন, কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক না। এই কর্মসূচি আমরা আজকেই চাই। সাত কলেজের মধ্যে থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো কর্মকাণ্ড আমরা এখানে চালাতে দেব না।