ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১২:২২ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের ‘দালাল’ বলায় এর সূত্রপাত বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন-২০২৫ এর খসড়া হালনাগাদ করে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা।
একই সময় শিক্ষকরাও সেখানে অবস্থান করলে তাদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শিক্ষকদের উদ্দেশ্যে এক শিক্ষার্থী ‘দালাল’ বললে হাতাহাতির ঘটনা ঘটে।
ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ওমর রেজা বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি চলছিল। আমি একপর্যায়ে বলে ফেলি দালাল। এরপর এক শিক্ষক এসে আমার কলার ধরে ধাক্কাধাক্কি করছিল। এটা দেখে সেখানে অবস্থানরত ১০-১৫ শিক্ষক আমার ওপর একযোগে আক্রমন করেন। আমাকে নিয়ে টানাটানি হচ্ছিল। মনে হচ্ছিল, আমার হাত ছিড়ে যাচ্ছে। ধরে আমাকে অফিসে নিয়ে যাবে।’
আরও পড়ুন: ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেলে অসুবিধা আছে, আমাদের কথা শুনতে হবে’
টানার সময় একপর্যায়ে তিনি পড়ে যান জানিয়ে বলেন, ‘শিক্ষকরা আমাকে অফিস রুমে নিয়ে গিয়ে বলে, আমি নাকি শিক্ষকের কলার ধরেছি। কিন্তু আমি কারও কলার ধরিনি। তারা আমাকে ধরছে, আমি খালি ছোটানোর জন্য চেষ্টা করছি। কোনও স্যারের গায়ে হাত দিইনি। অফিসে লিখিত বিবৃতি দিতে বলল, আমি ক্ষমাপ্রার্থী হিসেবে। আমি দিয়েছি।’
ঘটনার পর শিক্ষকরা সভায় বসেন বলে জানা গেছে। এ বিষয়ে তাৎক্ষণিক কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।