চলমান বর্ষের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভূক্তের দাবি 

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে ঢাবি অধিভুক্ত অনার্সের চলমান সকল শিক্ষাবর্ষের অন্তভূ্ক্তসহ ৩ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীদের একাংশ। এ সময় তারা উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানায়। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এসব দাবি সংযোজনের আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ আল ফাহাদ। 

তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীবান্ধব অন্তর্বর্তীকালীন সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যখন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হলো, আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা ভেবেছিলাম, আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের আত্মত্যাগ এবং আমাদের স্বপ্নের প্রতিফলন অবশেষে ঘটতে চলেছে। কিন্তু অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং তীব্র হতাশার সাথে আমাদের বলতে হচ্ছে, প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। এটি আমাদের সঙ্গে করা একটি নির্মম প্রহসন ছাড়া আর কিছুই নয়।

নতুন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত—উল্লেখ করে তিনি বলেন, যদি আমাদের অধিকারের এক চুল পরিমাণও ব্যত্যয় ঘটে, তবে শিক্ষার্থীরা পুনরায় রাজপথে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা চাইনা, আবারও রাজপথে নেমে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করতে কিংবা নিজেদের মূল্যবান শিক্ষাজীবন নষ্ট করতে। কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে এবং সরকার যদি আমাদের বাধ্য করে, তার পরিণাম ভয়াবহ হবে।

সংবাদ সম্মেলনে ঘোষিত সাত কলেজ শিক্ষার্থীদের দাবিসমূহ: চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্তীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে গণ্য করে অধ্যাদেশ জারি করতে হবে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করতে হবে। অধ্যাদেশ জারির ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।।
এছাড়াও আমরা স্পষ্ট এবং কঠোর ভাষায় ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে চাই-এই খসড়া সংশোধন না করা হলে, আমাদের দাবিগুলো মেনে নিয়ে চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত না করা হলে, শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে এই অধ্যাদেশ জারি এবং তা কার্যকর করতে হবে বলেও জানাান তারা। 


সর্বশেষ সংবাদ