সামুদ্রিক খাতে রোবটিক্স নিয়ে একসাথে কাজ করবে মেরিটাইম ইউনিভার্সিটি ও ডুবোটেক

 মেরিটাইম ইউনিভার্সিটি ও ডুবোটেক প্রতিনিধিদের চুক্তি স্বাক্ষর

মেরিটাইম ইউনিভার্সিটি ও ডুবোটেক প্রতিনিধিদের চুক্তি স্বাক্ষর © সংগৃহীত ছবি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি এবং দেশীয় রোবোটিক্স প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেড দেশের সামুদ্রিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নের নতুন যুগ সূচনার লক্ষ্যে একটি পার্টনারশিপে যুক্ত হয়েছে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান  রিমোটলি অপারেটেড ভেহিকল (ROV), স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম এবং বুদ্ধিমত্তাভিত্তিক সামুদ্রিক প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে, যা বাংলাদেশের ব্লু ইকোনমিকে আরও শক্তিশালী করবে।

মঙ্গলবার বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এই পার্টনারশিপের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কমান্ডার মোহাম্মদ ইরফান মাহদী এবং ডুবোটেকের পক্ষ থেকে সিইও মোঃ নাঈম হোসেন সৈকত ও সিওও মোঃ মাহফুজুল হক।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের একমাত্র সরকারি মেরিটাইম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশের সামুদ্রিক খাতে দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা পরিচালনা এবং নীতি সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। সামুদ্রিক শিল্পের প্রযুক্তিগত রূপান্তর এবং নীল অর্থনীতির উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক গবেষণা ও সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে।

এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য মেরিটাইম প্রযুক্তি খাতে গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে আন্ডারওয়াটার রোবোটিক্স ও স্বয়ংক্রিয় প্রযুক্তি সম্পর্কিত গবেষণা প্রকল্পে কাজ করবে, যেখানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা ডুবোটেকের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। এর ফলে শিক্ষার্থীরা বাস্তব প্রকল্পে কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবে এবং প্রযুক্তি উদ্ভাবনে সরাসরি অবদান রাখতে পারবে।

ডুবোটেক ডিজিটাল লিমিটেড গত আট বছর ধরে বাংলাদেশের আন্ডারওয়াটার ও সামুদ্রিক রোবোটিক্স খাতে গবেষণা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে তাদের তৈরি উদ্ভাবনী আন্ডারওয়াটার রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য। শিল্প, পরিবেশ ও প্রতিরক্ষা খাতে প্রয়োগযোগ্য বিভিন্ন ধরনের রোবোটিক্স সিস্টেম উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। ডুবোটেকের লক্ষ্য হলো, বাংলাদেশে একটি টেকসই মেরিটাইম টেকনোলজি ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে স্থানীয় গবেষণা, উদ্ভাবন ও শিল্প একসাথে কাজ করবে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য।

ডুবোটেক ডিজিটাল লিমিটেডের সিওও মোঃ মাহফুজুল হক বলেন, 'এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের এক অনন্য সুযোগ পাবে। তারা ডুবোটেকের চলমান আন্ডারওয়াটার রোবট প্রকল্পে যুক্ত হয়ে সরাসরি জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা যারা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ভবিষ্যতে বাংলাদেশের মেরিটাইম প্রযুক্তি শিল্পে নেতৃত্ব দেবে।'

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের নীল অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশীয়ভাবে তৈরি রোবোটিক্স ও প্রযুক্তির মাধ্যমে সমুদ্রসম্পদ অনুসন্ধান, তলদেশ পর্যবেক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি স্থানীয় গবেষণা ও প্রযুক্তি উৎপাদন বৃদ্ধির ফলে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দীর্ঘমেয়াদে এই উদ্যোগ বাংলাদেশের সমুদ্রকেন্দ্রিক অর্থনীতিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9