জার্মানির ইরাসমাস প্লাস প্রোগ্রামে অংশ নিচ্ছেন ইবি শিক্ষার্থী পিয়াস
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
আইসিটি বিভাগের প্রথম শিক্ষার্থী হিসেবে জার্মানির Technische Hochschule Mittelhessen (THM), University of Applied Science Mittlehessen–এ তিন মাস মেয়াদি Erasmus+ MSc Exchange Program-এ অংশ নিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাকিম মুসুল্লী পিয়াস।
পিয়াস ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ইউরোপে এ প্রোগ্রামে অংশ নেওয়া আইসিটি বিভাগের প্রথম কোন শিক্ষার্থী তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুস্তাকিম পিয়াস। এ সময় এসময় উপাচার্য তাকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ায় এ ধরনের উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। এতে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
Erasmus+ MSc Exchange Program ইউরোপীয় ইউনিয়নের KA171 উদ্যোগ-এর আওতায় পরিচালিত হয়। এর মাধ্যমে অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পান। অংশগ্রহণকারীরা মাসিক অনুদানসহ আর্থিক সহায়তা পান, যা বিদেশে অবস্থানকালীন জীবিকা নির্বাহে সহায়ক হয়।
THM ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্বাক্ষরিত Memorandum of Understanding (MoU)-এর ভিত্তিতেই এ সহযোগিতা গড়ে উঠেছে। এর মাধ্যমে শুধু শিক্ষার্থী বিনিময় নয়, বরং যৌথ গবেষণা কার্যক্রম ও একাডেমিক সহযোগিতার সুযোগও তৈরি হয়েছে।
মোস্তাকিম মুসুল্লী পিয়াসের এই সাফল্য আইসিটি বিভাগ তথা পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সংযোগকে আরও শক্তিশালী করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ভিশনের পথে নতুন মাত্রা যোগ করেছে।
জানতে চাইলে মুস্তাকিম পিয়াস বলেন, ‘আমার থিসিস টা আমি ওখানে করতে যাচ্ছি। দেশে থেকে দেশের জন্যই কিছু করার ইচ্ছা আছে আমার। ইতোপূর্বে EDGE এর একটি প্রজেক্টের আওতায় শিক্ষার্থীদের ডিজিটাল স্কিলস ডেভেলপমেন্টের কাজ করেছি। সামনেও ইচ্ছা আছে এধরণের কিছু করার। এই ইরাসমাস প্রোগ্রামে অংশ নিতে অনেকেই বিদেশে যেয়ে থেকে যায়, কিন্তু আমার সেরকম কোনো পরিকল্পনা নেই। থিসিস টা করে আবার দেশে ফিরে আসব ইনশাআল্লাহ।’