কুবিতে ৮ লাখ টাকার প্রকল্পে নিম্নমানের ইট ও নির্মাণ সামগ্রী ব্যবহার

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ AM
কুবি লোগো

কুবি লোগো © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ওয়ারহাউজে নিম্নমানের ইট ও জিনিসপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। বাজেটের তুলনায় মানহীন সামগ্রী ব্যবহার হওয়ায় কাজের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের পিছনে নির্মিত হচ্ছে এ ওয়ারহাউজ। প্রকল্পটি ‘সামির এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। বাস্তবায়নের জন্য বাজেট ধরা হয়েছে ৮ লাখ ৫৭ হাজার ৫৬৮ টাকা। বর্তমানে প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে অভিযোগ উঠেছে, নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, সিমেন্ট ও শুড়কি।

এ বিষয়ে জানতে চাইলে সামির এন্টারপ্রাইজের ম্যানেজার মো. কালাম বলেন, ‘আমরা কোয়ালিটি বজায় রেখে কাজ করি। এরকম কোনো অভিযোগ থাকলে আপনারা আমাদের লিখিতভাবে জানাতে পারেন এবং আমার এমডি এটির সঠিক ব্যবস্থা নেবেন। তবে আমার জানা মতে এরকম কোনো কাজ হয়নি। কারণ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সেকশন, রেজিস্ট্রার সেকশন রয়েছে যারা এটির দেখাশোনা করে। যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই তারা আমাদের জানাতেন যে কোয়ালিটি মেইনটেইন করা হচ্ছে না।’

প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বিল্লাল হোসাইন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে স্যাররা আছেন, উনারাই অনুমোদন দেন। আমি শুধু কাজটি তদারকি করি। কোনো সমস্যা হলে তারা সমাধান করে দেন।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে কোয়ালিটি একেবারেই খারাপ মনে হয়নি। প্রথমে যখন এক হাজার ইট এসেছিল, তখন আমরা অভিযোগ করেছিলাম। পরে তারা ইট পরিবর্তন করেছে। আমার জানা মতে, এর সমাধান হয়ে গেছে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘এ মাত্র জানলাম আপনার কাছ থেকে। এ ধরনের অভিযোগ যদি আপনারা পান, আমাদেরকে সাথে সাথে জানালে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। যতটুকু দেখেছি দেওয়াল হয়ে গিয়েছে, আগে জানালে আমাদের ক্ষতি হতো না।’

আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, শোকজ ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২১ জানুয়ারি ২০২৬
দুই ম্যাচেই বৃষ্টির বাধা, কঠিন সমীকরণে বাংলাদেশ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9