বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © সংগৃহীত
রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চমাধ্যমিক সংঘাতমুক্ত রাখার দাবি জানিয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানায়।
তারা বলেন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ১৯৪০ সালে ইডেন কলেজের আশ হিসেবে প্রতিষ্ঠিত এয়। পবর্তীতে ১৯৫৮ সালে এটি পুরান ঢাকার বকশীবাজারে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। ১৯৪৮ সাল থেকে কলেজটি উচ্চমাধ্যমিক কার্যক্রম শুরু করে এবং ১৯৬৮ সালে থেকে শুরু হয় ডিগ্রি শাখা।
উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছরে রাজধানীর সাতটি সরকারি কলেজ (যার মধ্যে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজও রয়েছে) নিয়ে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাঠামো পরিবর্তনের আলোচনা হয়েছে। সবশেষ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সাতটি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।
‘এতে আমাদের কলেজসহ প্রতিটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কাঠামো ও কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এ প্রক্রিয়ায় আমরা উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সরাসরি প্রভাবিত হচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
তাদের দাবিসমূহ হলো- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের স্বতন্ত্রতা, ঐতিহ্য, সম্পদ ও শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখতে হবে; উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে; বিশ্ববিদ্যালয়ের সঙ্গে উচ্চমাধ্যমিকের কার্যক্রম সংঘাতমুক্ত রাখতে বিকল্প কাঠামো বিবেচনা করাত হবে এবং পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যুক্ত করে স্বচ্ছ আলোচনা ও আইনি প্রাসঙ্গিকতা পুরোদমে নিশ্চিত করতে হবে।
সর্বশেষে তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিদ্যমান অ্যাকাডেমিক কাঠামোর কোনো পরিবর্তন বা সংকোচন, যা উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান ও সুযোগ-সুবিধাকে ক্ষতিগ্রস্ত করবে, সেটি বেগম বদরুনেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা মেনে নেবে না।