ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
নিয়োগে অনিয়মের অভিযোগ, মন্ত্রণালয় থেকে তদন্তের আদেশের পর পরীক্ষা স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে একাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের পরীক্ষার নির্ধারিত সময় ছিল আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ও আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর)। তবে আগের দিন আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনিবার্য কারণবশত এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) এই নিয়োগে অনিয়ম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে তদন্ত করতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। এরপর দিন আজ এই নিয়োগ পরীক্ষা স্থগিত করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর তারিখের সকল পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে৷ নিয়োগ পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেয়া হবে।
জানা যায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম নিয়ে গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী পরিচয়ে মো. আব্দুল হান্নান নামে এক ব্যক্তি শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীন দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম স্থগিত করণ, অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক ৩ পৃষ্ঠার একটি লিখিত অভিযোগ করেছিলেন। তার এই অভিযোগটি আমলে নিয়ে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তদন্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়।
এতে বলা হয়, এই অভিযোগের প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের (ভিসি) বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতি অভিযোগের (নিয়োগ দুর্নীতি, আর্থিক, স্বজনপ্রীতি) বিষয়ে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তদন্তপূর্বক সুপারিশসহ মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।