খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ PM
খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) আয়োজিত প্রথম ‘জব ফেয়ার-২০২৫’-এর দ্বিতীয় দিন রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। চাকরি প্রত্যাশী স্নাতক ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মেলার পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। একই দিন বেলা ২টায় সাংবাদিক লিয়াকাত আলী মিলনায়তনে ক্যারিয়ারভিত্তিক সেশনে শিক্ষার্থীরা অংশ নেন।
মেলায় সিভি জমা দিতে আসা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের স্নাতকোত্তর শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ জুয়েল বলেন, ‘চাকরি মেলা বর্তমান ও স্নাতক শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। এখানে সিভি প্রস্তুত, ভাইভা ও চাকরির বাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান সরাসরি ভাইভার জন্য কল দিচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য মূল্যবান অভিজ্ঞতা।’
অংশগ্রহণকারী দোহাটেক নিউ মিডিয়া কোম্পানির এক প্রতিনিধি বলেন, ‘খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ সফল হয়েছে। শিক্ষার্থীরা নামকরা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছে, যা তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।’
কুআ কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় দেশের ৩০টির বেশি মাল্টিন্যাশনাল কোম্পানি অংশ নিয়েছে। শিক্ষার্থীরা শুধু সিভি জমা দিচ্ছেন না, বরং স্কিল ডেভেলপমেন্ট সেশনের মাধ্যমে চাকরির বাজারের জন্য প্রস্তুত হওয়ার কার্যকর দিকনির্দেশনা পাচ্ছেন। এ ছাড়া কিছু কোম্পানি সরাসরি মেলা থেকে নিয়োগও দিচ্ছে বলে কুআ সূত্রে জানা গেছে।
স্টল ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সিভি জমা দিচ্ছেন এবং অভিজ্ঞ বক্তাদের সেশনে অংশ নিয়ে ক্যারিয়ার বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ গ্রহণ করছেন।