খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘জব ফেয়ার’ শুরু

জব ফেয়ারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম
জব ফেয়ারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম  © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‌‘জব ফেয়ার-২০২৫’ আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় উপাচার্য বলেন, ‘এই খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই আমি এখানকার উত্থান পতন দেখে আসছি। সে জন্য আমি এ বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করে যেতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্প গুলো অতিদ্রুত বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থা, গবেষণা ও চাকরির বিষয়ে রেজাউল করিম বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের সর্বিক উন্নয়ন ও কারিকুলাম ডেভেলপমেন্টে তারা গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে পারে। কারণ তারা জানে বর্তমান চাকরির বাজারে কোন কোন সেক্টরে চাহিদা বেশি তার ওপরে ভিত্তি করে পরামর্শের অনুযায়ী কাজ করলে পড়ালেখা ও গবেষণার পাশাপাশি চাকরি জীবনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নতি সাধন করতে পারবে। তাই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্যদের ভবিষ্যতেও এধনের চাকরির মেলার আয়োজন শিক্ষার্থীদের জন্য মাইলফলক হবে বলে মনে করেন। 

শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের চাকরির মেলা তাদের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তারা একদিকে সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছে, অন্যদিকে ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও পাচ্ছে। মেলায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও  উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

মেলার স্টল ঘুরে দেখা গেছে,  এ মেলায় খুবির গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা তাদের সিভি জমা দিচ্ছে এবং ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে সতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এতে দেশের সুপরিচিত আলোচক ও খুবির সাবেক শিক্ষার্থীরা দিকনির্দেশনামূলক গাইডলাইন দিচ্ছেন।

দুই দিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে আর ক্যারিয়ার সেশনগুলো হবে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে। এ চাকরির মেলায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে 

এ মেলায় দেশের ৩০ টিরও বেশি মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরির সু্যোগ করে দিচ্ছে। এর মধ্যে জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস, নিউজিল্যান্ড ডেইরি, জিপিইচ ইস্পাত, সার্ভেয়ার ইন্টারন্যাশনাল, ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, সুপার স্টার গ্রুপ, জিপিএইচ ইস্পাত, ব্রাক ব্যাংক, দোহাটেক, এসিআই, প্রাণ, ক্যারিয়ার হাব, আইডিপি, আকিজবাসীর গ্রুপ, ডিএসসিএল,প্ল্যাংকন, শিলটেক কনসালটেন্সি লিমিটেড, আকুমেন্ আর্কি, ওজি একাডেমি, আরিজোনা হোল্ডিংস, টিলার, এসআরসিএল, রাইট সাইট এডুকেশন, গ্লোবাল কনসালটেন্সি, লেক্সিকন, ওউউই টেক বিডি, স্টাডি ট্র্যাক কনসালটেন্সি, ব্রাক্টনেট লিমিটেড।  এছাড়া মেলায় খুবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠানও অংশগ্রহণ করেছে। যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে বলে জানান কর্তৃপক্ষ।

এ আয়োজন নিয়ে কুআ কর্তৃপক্ষ আরও জানায়, এই জব ফেয়ারে মোটামুটি সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের রেলিভেন্ট সাবজেক্টের জন্য কোম্পানি সম্পর্কে জানতে পারছে। তারা তাদের সিভি ড্রপ করার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট সেশনে নিজেদের জব মার্কেটের জন্য প্রস্তুত করতে সুনির্দিষ্ট গাইডলাইন পাচ্ছে। এর পাশাপাশি অনেক কোম্পানি এই জব ফেয়ার থেকে সরাসরি রিক্রুট করছে তার ভ্যাকেনসি আমরা আমাদের পেইজ থেকে এনাউন্সমেন্ট দিয়েছি। আমরা আমাদের অ্যালামনাইবৃন্দ এবং কারেন্ট শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি এই জব ফেয়ারে অংশগ্রহণ এবং জব মার্কেটে নিজেকে প্রস্তুত করার জন্য।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নুরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত, কুআ জব ফেয়ার ২০২৫ এর আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড.আহসান হাবিবসহ কুআর সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence