শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি
ঢাকার শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা ও সাউন্ড গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রশাসন ভবন প্রদক্ষিণ করে মেইন গেটে এসে মিলিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘প্রকৌশলীদের একশান, ডাইরেক্ট একশন’, ‘প্রকৌশলীর রক্ত, বৃথা যেতে দেব না’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘কোটার নামে বৈষম্য, চলবে না, চলবে না’, ‘এই মুহূর্তে দরকার, কোটা প্রথার সংস্কার’, ‘জনে জনে খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দেন৷
মিছিল শেষে বক্তারা বলেন, যদি কোটা রাখতেই হয় তাহলে চব্বিশের আন্দোলন কেন হয়েছে। সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে শতভাগ ডিপ্লোমা কোটাধারীদের নিয়োগ দেওয়া হয়। আবার, সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদে তাদের প্রমোশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। কোন বিএসসিদের সুযোগ দেওয়া হয় না, ডিপ্লোমাদের দেওয়া হয়। তারা যে ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা ব্যবস্থা বিদ্যমান সেই কোটা ভেঙে শিক্ষার্থীদের সুযোগ করে দিতে হবে।’
তারা আরো বলেন, ‘যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করায় আজকে আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে। যে ছাত্রদের রক্তের উপর দিয়ে আপনারা ইন্টেরিম সরকারে গিয়েছেন, সেই ছাত্রদের আজকে আবার কেন রক্তাক্ত হতে হলো। আজকের ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য ৩৩ শতাংশ কোটা রাখা হয়েছে, তা অবশ্যই বাতিল করতে হবে এবং ৯ম গ্রেডে কোনভাবেই ডিপ্লোমা ডিগ্রীধারীদের স্থান দেওয়া যাবে না। যতদিন পর্যন্ত আমাদের ৩ দফা বাস্তবায়ন না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।’
আইসিটি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ সৈকত বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএসসি ইঞ্জিনিয়াররা যৌক্তিক ৩টি দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছিলো কিন্তু সরকার এতদিন কোন কর্ণপাত করেনি। কেন চব্বিশের আন্দোলনের পরে আজকে আবার আমাদের আন্দোলন করতে হলো। আমরা মাঝেমধ্যেই বলি যে ডাক্তার ইঞ্জিনিয়াররা দেশ থেকে চলে যাচ্ছে। কিন্তু দেশে যদি মেধাবী শিক্ষার্থীদের এইভাবে রক্তাক্ত করা হয় তাহলে মেধাবীরা কেন দেশে থাকবে, কীভাবে দেশকে সেবা দেবে। আমি এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক ৩ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানাচ্ছি।’