পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের দাবিতে ইবিতে বিক্ষোভ 

১০ আগস্ট ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
ইবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ইবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি © টিডিসি ফোটো

আগস্টের মধ্যে স্নাতক পরীক্ষা শেষ করে ফলাফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত 'আল ফিকহ এন্ড ল' বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এসময় তারা আজকের মধ্যে পরীক্ষার রুটিন, এই মাসের মধ্যে পরীক্ষা শেষ করে সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের দাবিও জানান তারা। 

রবিবার (১০ আগস্ট) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের নিচতলায় বিভাগের গেট তালা দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। 

এসময় শিক্ষার্থীরা এক্সাম এক্সাম এক্সাম চাই, ফোর টু এর এক্সাম চাই; আজকে নাকি কালকে, আজকে আজকে; দাবি মোদের একটাই, ফোর টু এর এক্সাম চাই; ডেট নিয়ে প্রহসন, চলবে না চলবে না; ধৈর্য ধরার সান্ত্বনা, আর না আর না; সবাই যখন কেন, আল ফিকহ কেন মর্গে; মুক্তি মুক্তি মুক্তি চাই, বন্দি থেকে মুক্তি চাই ইত্যাদি স্লোগান দেন। 

শিক্ষার্থীরা জানান, জুলাই অভ্যুত্থানের পরে বিভাগ সংস্কারের অংশ হিসেবে ১৭ দফা দাবির প্রেক্ষিতে বিভাগের শিক্ষকরা একটি অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করেন। সে অনুযায়ী ৪.১ সেমিস্টারের পরীক্ষা এপ্রিলে হওয়ার কথা থাকলেও তা সময়মতো শুরু হয়নি৷পরবর্তীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফল প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা যায়। বারবার ফলাফল প্রকাশের দাবি জানালেও শিক্ষকরা নানা অজুহাতে ফল প্রকাশে দেরি করে। এতে আমাদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্য কোন বিভাগেই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা আটকে নেই আল ফিকহ ব্যতীত।

আরও পড়ুন: মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে মেসির

শিক্ষার্থী আনারুল ইসলাম বলেন, স্যার আমাদের বলেছিলেন জুনের মধ্যে শেষ করে দিবে কিন্তু আগস্ট মাস চলে আসলেও তারা আমাদের সাথে টালবাহানা করছে। তারা বলছেন এখনো নাকি তৃতীয় পরীক্ষকের কাছে ৪.১ সেমিস্টারের খাতাই যায়নি। খাতা যাবে, তিনি খাতা দেখে নাম্বার দিবেন তারপর রিটেক নিবেন তারপর তাদের সুবিধাজনক সময়ে ৪.২ সেমিস্টারের পরীক্ষা নিবে। সামনেই আমাদের জুডিসিয়ার সার্কুলার আছে। স্যাররা যদি এমন করতে থাকে তাহলে আমরা বহুল আকাঙ্ক্ষিত সার্কুলার টা মিস করবো। এমন প্রহসন আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। 

শিক্ষার্থী সুমাইয়া আহমেদ বলেন, ল-ফ্যাকাল্টির অন্য দুটি বিভাগের অনেক আগেই ১৯-২০ সেশনের অনার্স শেষ হয়ে গেছে কিন্তু আমরা এখনো শেষ করতে পারছি না। ক্যাম্পাসের যে গুটিকয়েক বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের এখনো অনার্স শেষ হয়নি তাদের মধ্যে আমরা অন্যতম। সামনে আমাদের সার্কুলার আছে কিন্তু সেটা আমরা পাবো কিনা তা এখনো নিশ্চিত না। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসের মধ্যে আমাদের শেষ করে দেয়া হবে কিন্তু তার কোন বাস্তবায়ন দেখতে পাইনি। তাই আমরা আজকে এখানে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিতে হবে।

১৪ সালে সাজানো নির্বাচন ছিলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের স…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না ইরান
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, বেশি প্রতিযোগী ‘সি’ ইউনিটে
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা …
  • ১৫ জানুয়ারি ২০২৬
৫০ বছর অপেক্ষার পর আফকন ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9