ইবির আইসিটি বিভাগে নবীনবরণ, ওয়েব পোর্টালের উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটির (এসএআইসিটি) আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এদিন একই সঙ্গে ওয়েব পোর্টালেও উদ্বোধনও করা হয়।

রবিবার (১৭ আগস্ট) দুপুর পোনে একটার দিকে ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে নবীনবরণ অনুষ্ঠিত হয়ে। এ সময় ফুল ও উপহার দিয়ে স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সৈকত ও রাইসা আমিন লস্করের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক। 

আরও বক্তব্য দেন অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, আইসিটি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এর ব্যাপক ব্যবহার বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। সামাজিক, একাডেমিক, প্রশাসনিক, ব্যবসায়িক- সবক্ষেত্রে আইসিটির সর্বব্যাপী ব্যবহার রয়েছে। এ জন্য আইসিটি বিষয়ে যারা পড়াশোনা করে তাদের চাকুরির অনেক সুযোগ থাকবে। আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সম্পর্ক থাকবে ক্লাসরুম এবং ল্যাবের সঙ্গে।


সর্বশেষ সংবাদ