ইবির শিক্ষকবাহী কোস্টারের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ

১৭ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১২:৫৩ AM
ইবি শিক্ষকবাহী কোস্টার বাসের সঙ্গে রূপসা বাসের সংঘর্ষ

ইবি শিক্ষকবাহী কোস্টার বাসের সঙ্গে রূপসা বাসের সংঘর্ষ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি কোস্টার বাসের সাথে কুষ্টিয়া খুলনা মহাসড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি।

রবিবার (১৭ আগস্ট) সকালে কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সকাল ১০টার ট্রিপ আনার সময় ১১ মাইল নামক স্থানের কাছে রূপসা বাসের সাথে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

জানা যায়, শিক্ষকবাহী কোস্টার সকাল ১০টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি ১১ মাইলের কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি একটি অটোভ্যানকে ওভারটেক করতে যেয়ে ডান দিক থেকে আসা শিক্ষকবাহী কোস্টারের সাথে সংঘর্ষে পতিত হয়। দূর্ঘটনার পরপরই রূপসা বাসের চালক পালিয়ে যায়।

সংশ্লিষ্ট সূ্ত্রে পাওয়া তথ্যানুযায়ী, দূর্ঘটনায় কোস্টারে থাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, কোস্টারের চালক নজরুল ইসলাম আহত হয়েছেন। পেছনে থাকা শিক্ষার্থীদের বহনকারী বাসটি দূর্ঘটনাস্থলে এলে শিক্ষার্থীরা দ্রুতই আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার পরই আমি ঘটনাস্থলে যাই এবং আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাই। শিক্ষক যারা আহত হয়েছিলেন তারা আপাতত বাড়িতে আছেন এবং আমাদের যে কোস্টার চালক আঘাত প্রাপ্ত হয়েছেন তার চিকিৎসা ইতোমধ্যেই শুরু হয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের হাইওয়ে পুলিশের সহকর্মীরা কাজ শুরু করেছে। দূর্ঘটনা কবলিত বাসদুটো উদ্ধার করে যাত্রীবাহী বাসটি থানায় নিয়ে আসা হয়েছে আর বিশ্ববিদ্যালয়ের কোস্টারটি গ্যারেজে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে মামলাও করতে পারবেন, মীমাংসাও করতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে চাইবে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ নিব।

নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন শেষ ১৬ জা…
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁস অভিযোগের সত্যতা পেলে প্রাথমিক নিয়োগ পরীক্ষা বাতি…
  • ১২ জানুয়ারি ২০২৬
এক মাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9