মৌলভীবাজার সরকারি কলেজ
নুসরাত হত্যায় ছাত্রী নিবাসের মানববন্ধন
- মুবিন খান, প্রদায়ক
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:২৮ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৬:২৮ PM
ফেনী সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রী নিবাস বেগম তালেবুন্নেছা হলের ছাত্রীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরাতন অপরাধের উপযুক্ত শাস্তি না হওয়ায় নতুন করে আগুন ধরিয়ে মানুষ পোড়ানোর মতো মর্মান্তিক হত্যাকাণ্ডের দুঃসাহস করে থাকে অপরাধীরা। এসব মামলায় যে বা যারাই আসামী বলে বিবেচিত হয়, সকলকে যথাউপযুক্ত শাস্তির মাধ্যমে বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
কলেজের এক শিক্ষার্থী জানান, নুসরাত হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার চাই আমরা।
মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রী সুস্মিতা দেবনাথের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী, তালেবুন্নেছা হলের আহ্বায়ক ও রসায়ন বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন, তালেবুন্নেছা হলের আবাসিক শিক্ষক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক কৃষ্ণ কুমার সিংহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফয়েজ আহমদ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বিষ্ণুপদ রায়।
এছাড়া মানববন্ধনে কলেজের আরো বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আবাসিক হলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।