বাউবির ভর্তি বিজ্ঞাপনে ঢাবি শিক্ষার্থীর ছবি ব্যবহার, সমালোচনার ঝড়
- বাউবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০১:৪৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৯:১৩ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বগুড়া আঞ্চলিক কেন্দ্রের ভর্তি বিজ্ঞাপনে মো. আকাশ হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়াও অনুমতি না নিয়ে একই বিজ্ঞপনে আরও ২ শিক্ষার্থীর ছবি ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকাশ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রথমে ছবিটি দেখে আমি অবাক হয়েছি। আমার সম্মতি ছাড়া একটি বিশ্ববিদ্যালয় কীভাবে এই ধরনের বিজ্ঞাপনে আমার ছবি ব্যবহার করতে পারে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছি। এখন অনেকেই আমাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাবছে, এমনকি বন্ধু-বান্ধবরাও বিষয়টি নিয়ে হাস্যরস করছে। এটা আমার জন্য অসম্মানজনক এবং একেবারেই অপ্রত্যাশিত।’
ছবি ব্যবহৃত অপর শিক্ষার্থী জাফরিন ওয়াসিমা ইসলাম বলেন, ‘আমার সম্মতি ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ছবি ব্যবহার করতে পারে না এবং এভাবে পাবলিকভাবে শেয়ার করাও আইনত দণ্ডনীয় অপরাধ।’
তৃতীয় শিক্ষার্থী সাইফুল্লাহ সানিও একই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘এই ছবি আমার ব্যক্তিগত ইন্টেলেকচুয়াল প্রপার্টি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের জায়গা থেকে কখনোই আমার অনুমতি ছাড়া এই ছবি ব্যবহার করতে পারে না। এটি আমার জন্য মানহানিকর।’
বিষয়টি নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বগুড়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. আবু বকর ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এই শিক্ষার্থীদের ছবি আমরা ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। আমি তাদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না।’
বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই ছবিগুলো ব্যবহার নিয়ে বাউবি কর্তৃপক্ষের আরও সতর্কতা ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।