মানিক মিয়া এভিনিউয়ে ৩৬ জুলাই উদযাপনে গান শোনাবেন ছাত্রলীগ নেতা
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০৬:২৯ PM
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আগামীকাল মঙ্গলবার ৩৬ জুলাই (৫ আগস্ট) বর্ষপাূতির উদযাপন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আবির। তিনি ‘টং এর গান’ নামে পরিচিত সংগীত প্ল্যাটফর্মেরও প্রতিষ্ঠাতা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপাূতির উদযাপন উপলক্ষে এদিন বেলা ১১টায় এ আয়োজন শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা।
জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি সভাপতি পোমেল বড়ুয়ার অনুসারী ছিলেন আবির। বেরোবি ছাত্র আবু সাঈদ হত্যার আসামি ও সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে বাঁচাতে সরব ছিলেন তিনি। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে পেয়েছিলেন জয় বাংলা অ্যাওয়ার্ড।
শেখ মুজিবের জন্মবার্ষিকীতে তাকে নিয়ে একটি গান লিখে আলেচিত হন গণিত বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন। এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেত্রীকে পরীক্ষা না দিয়েই পাশ করে দিয়েছে। পরবর্তীতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটি কোনো রিপোর্ট জমা দেয়নি। শেখ মুজিবকে নিয়ে লেখা রুহুল আমিনের সেই গানটি পরবর্তীতে গেয়ে আলোচনায় আসে ছাত্রলীগ নেতা আবির।
এ বিষয়ে জুলাই যোদ্ধা রিফাত রাফি বলেন, কোটা আন্দোলন আর ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা আন্দোলন এক বিষয় নয়। সেই সময় অনেকেই ছাত্রলীগের বি-টিম হয়ে কোটা আন্দোলনে অংশ নিয়েছিল, মূলত ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে আন্দোলন নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে।
বেরোবি শাখা শিবিরের সভাপতি সুমন সরকার বলেন, ছাত্রলীগের একজন পোস্টেড নেতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জায়গা কীভাবে পেলো? কারা ছাত্রলীগকে সহযোগিতা করছে আবারও তাদের পুনর্বাসন করার চেষ্টা করছে এটা খতিয়ে দেখা দরকার।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আল-আমীন বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি ছাত্রলীগের পোষ্টেট নেতা ঢাকায় গান গাবেন।